বেসরকারি শিক্ষ প্রতিষ্ঠান প্রধান নিয়োগে ‌‘অনিয়ম দূরীকরণ’ সংক্রান্ত কর্মশালা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ‘অনিয়ম দূরীকরণ’ সংক্রান্ত কর্মশালা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ অধি-শাখার উপ-সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা কর্তৃক বুধবার দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের হল রুমে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ এবং মানসম্মত প্রতিষ্ঠান প্রধান নিয়োগে করণীয় নির্ধারণ’ সংক্রান্ত অনুষ্ঠিতব্য কর্মশালাটি অনিবার্যকারণে স্থগিত করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়