অনলাইন ডেস্ক।।
বেসরকারি কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ‘পুল’ গঠন এবং তাতে ডিসিদের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
দীপু মনি বলেন, শিক্ষা ব্যবস্থায় আমরা কোথায় কোথায় কী করছি তা তুলে ধরেছি আর উনাদের কিছু প্রস্তাব ছিল আমরা সেগুলোর বিষয়ে আমাদের মতামত তুলে ধরেছি। একটা বিষয় ছিল যে কারিগরি শিক্ষা যেন সব ধরনের প্রতিষ্ঠানে চালু করা হয়। সেটাতো আমরা এর মধ্যেই উদ্যোগ নিয়েছি তাদের জানালাম।