ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে নীতিমালা তৈরির কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। ফলে বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি ঝুলেই রয়েছে।
গত ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে বদলি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বদলি নিয়ে যে আলোচনা হয়েছে সেগুলো নোট আকারে মাউশির ঢাকা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়কে লিপিবদ্ধ করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে সেটি লিপিবদ্ধ আকারে এখনও জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।
মাউশির ঢাকা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, সভায় বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা একাধিক মন্তব্য দিয়েছেন। বিষয়গুলো সঠিকভাবে লিপিবদ্ধ করে তবেই মাউশিতে জমা দিতে হবে। এজন্য কিছুটা সময় লাগছে। তবে দ্রুত সময়ের মধ্যে লিখিত আকারে খসড়া মাউশিতে পাঠানো হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি করা হতে পারে। বদলির সুযোগ পেতে নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মরত থাকতে হবে। আর বদলির বিষয়ে মেধাবী শিক্ষকরা অগ্রাধিকার পাবেন। এজন্য নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হতে পারে। সার্বিক বিষয়ে আরো যাচাই-বাছাই করে প্রতিষ্ঠান পরিবর্তনের খসড়া নীতিমালা চূড়ান্তকরণের পর এমপিও শিক্ষকদের বদলির সুযোগ দেয়া হবে।
গত ২২ অক্টোবর অনুষ্ঠিত হওয়া সভায় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষকদের সমপদে এবং সম-স্কেলে বদলি নিয়ে আলোচনা হয়েছে। তবে এটি করলে দুইজন শিক্ষকের সম্মতির প্রয়োজন হবে। কাজেই এই প্রক্রিয়ায় বদলি চালু করা হলেও সেটি সফলতার মুখ দেখবে না। কেননা হাওড় অঞ্চলে কর্মরত একজন শিক্ষক জেলা শহরে আসতে চাইলেও জেলা শহর থেকে শিক্ষকরা হাওড়ে যেতে চাইবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকদের বদলি করতে চাই, যেন শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হন। এজন্য দু’জনের সম্মতিতে পারস্পরিক বদলি নয়, শূন্যপদের বিপরীতে বদলির সুযোগ দেয়া হবে। বদলি হওয়ার জন্য যোগ্য হতে শিক্ষকদের তিন বা পাঁচ বছর কর্মরত থাকার শর্ত দেয়া হতে পারে। এছাড়া শিক্ষক নিবন্ধনের প্রাপ্য নম্বর মেধার মানদণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়