বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অনশন শুরু

জাতীয়করণের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অনশন কর্মসূচি শুরু করেছেন চার হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১৬ জুন থেকে অবস্থান কর্মসূচি পালন শেষে গতকাল শনিবার প্রতীকী অনশন করেন শিক্ষকরা। পরে সেখান থেকেই অনশনের ঘোষণা দেয় তারা।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দাবি আদায়ের জন্য আমরা আমরণ অনশন করতে প্রস্তুতি নিচ্ছি। এবার দাবি আদায় না করে ফিরবো না।

এদিকে গতকাল শনিবারের প্রতীকী অনশন এবং আজকের অনশন শুরুর প্রথম দিন অসুস্থ হয়েছেন ১১ জন শিক্ষক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অনেকেই ফের কর্মসূচিতে যোগ দিয়েছেন।