বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবি জানিয়েছে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি।

রবিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র‍্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান।

তিনি বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে বিএড প্রশিক্ষণ দিতে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রশিক্ষণের মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন টিম ৩৮টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজকে লাল তালিকাভুক্ত করে তা বন্ধের সুপারিশ করে। কিন্তু, ৩৮টি কলেজ থেকে ২৩টি কলেজ আদালতে মামলা করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো কলেজকে আর বন্ধ করতে পারেনি।

মামলার রায়ে ইতোমধ্যে ওইসব কলেজ থেকে যারা পাস করেছেন, তাদেরকে এমপিও স্কেল দিতে বলা হয়। কিন্তু, কলেজগুলোর বর্তমান-ভবিষ্যৎ নিয়ে আদালত কোনো প্রকার পর্যবেক্ষণ না দিলেও কলেজেগুলোর মালিকপক্ষ থেকে বলা হচ্ছে, ২৩টি কলেজ ছাড়া অন্য কলেজ থেকে বিএড করলে সনদ গ্রহণযোগ্য হবে না। অথচ, আদালতের রায়ে এমন কোনো নির্দেশনা ছিল না।

লিখিত বক্তব্যে ড. নজরুল ইসলাম বলেন, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আরও প্রায় ৭০টি কলেজ বিদ্যমান থাকা অবস্থায় তাদের এমন দাবি নিঃসন্দেহে অবাস্তব ও উদ্দেশ্যেপ্রণোদিত। এটি আদালত অবমাননার শামিল। এমন প্রেক্ষাপটে গত বছর শিক্ষা মন্ত্রণালয় আইন শাখা থেকে আগে জারি করা দুটি আদেশই বাতিল করা হয়। আদেশ দুটি বাতিল হওয়ার পরও জেলা শিক্ষা অফিস ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ বাস্তবায়নে গড়িমসি করছে। বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তমূলক তথ্য প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. বাবুল হোসেন, অধ্যক্ষ নবী ও সুলতানা সাজিদা ইয়াসমিন, অধ্যাপক রমজান আলী, এবিএম আবদুস সোবহান, অধ্যক্ষ ফাতেমা প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়