বেনাপোলে বিদ্যালয়ের গাছ বিক্রি করলেন ইউপি সদস্য!

যশোরঃ জেলার বেনাপোলের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি মেহগনি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গত শুক্রবার দুটি গাছ কেটে ফেলা হয়। পরে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়।

স্থানীয়দের ভাষ্য, কদমতলা গ্রামের ইউপি সদস্য দেলোয়ার হোসেন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি মেহগনি গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করে দিয়েছেন বারপোতা গ্রামের জাহিদুলের কাছে। ৩৪ হাজার টাকায় বিক্রি করা দুটির মধ্যে একটি গাছ বারোপোতা বাজারে লাবুর স মিলে রাখা হয়।

পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন বলেন, কয়েকটি গাছ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে বলে কাটা হয়েছে।

কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, শুক্রবার স্কুল বন্ধ ছিল। এ সুযোগে একটি মহল স্কুলের কয়েকটি গাছ কেটে নিয়ে যাচ্ছিল। পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়