বেতন বৈষম্যের শিকার কারিগরির কয়েক হাজার সহকারী লাইব্রেরিয়ানরা

নিজস্ব প্রতিবেদকঃ গ্রেড পরিবর্তন করা হলেও সুস্পষ্ট নীতিমালা না থাকায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএম কলেজের (বর্তমান বিএমটি ) শিক্ষাক্রমের কযেক হাজার সহকারী লাইব্ররিয়ান বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে প্রয়োজনীয় সেবা দিয়েও তারা কাঙ্খিত বেতন না পাওয়ায় মানসিক দিক ভেঙ্গে পড়েছেন তারা।

জানা গেছে, ১৯৯৫ সালর জনবল কাঠামা অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম কলেজের (বর্তমান বিএমটি) সহকারী লাইব্ররিয়ান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৫তম গ্রেডে এমপিওভুক্ত হন। কিন্তু ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সহকারী লাইব্রেরিয়ান পদটি ১৫ তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীত করে নিয়োগ যোগ্যতায় পরিবর্তন আনা হয়। একই সাথে ২০১৮ সালের কম্পিউটার প্রদর্শক পদকে ১০ম গ্রেডে বেতন প্রদানের জন্য নীতিমালায় ১৪.চ ১ধারায় স্পষ্ট নিদের্শনা থাকলেও সহকারী লাইব্ররিয়ান পদের ব্যাপারে নীতিমালায় সুস্পষ্ট উল্লেখ নাই। অথচ দুটি পদই ১৪ ও ১৫ তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীত করা হয়েছে ।

মেহেরপুর মুক্তিযাদ্ধা আহম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহঃগ্রন্থাগারিক শাহিনা ফেরদৌসি জানান, নীতিমালায় স্পষ্ট উল্লখ না থাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর সহকারী লাইব্ররিয়ানয়ানদের স্কেল পরিবর্তনে কোন কার্যকর পদক্ষপ নিতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার কারণে দেশের কয়েক হাজার সহকারী লাইব্ররিয়ান একই স্কেলে দীর্ঘদিন কাজ করছেন।

বগুড়ার সোনাতলা হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহঃগ্রন্থাগারিক আনারুল ইসলাম জানান, প্রয়োজনীয় কর্মযোগ্যতা থাকা সত্বেও তারা নিম্ন স্কেলে দীর্ঘদিন কাজ করছেন যার কারণে সকলেই মানসিক দিক থেকে ভেঙ্গে পড়েছেন। বর্তমানে ব্যাপকভাবে দ্রব্যমুল্য অস্বাভাবিকভাব বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। যার কারণ বর্তমান স্কেলে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

দেশের বিএম কলেজের সহকারী লাইব্ররিয়ানদের দাবী, জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সহকারী লাইব্ররিয়ানরা ১৫ তম গ্রেডকে ১০ ম গ্রেডে উন্নীত করার জন্য সুস্পষ্ট নির্দেশনা বা পরিপত্র জারি করা হোক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়