বেতন চাওয়ায় স্কুলের নৈশ্য প্রহরীকে বরখাস্থ

তারাগঞ্জ সরকারী পাইলট  উচ্চ বিদ্যালয়

এম এ কাশেম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিবেদকঃ জেলার নালিতাবাড়ী তারাগঞ্জ সরকারী পাইলট  উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে বিনা কারনে অপসারন বন্ধ ও বকেয়া বেতন ভাতার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তোভুগি।

বুধবার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী মো: হোসেন আলী।

সংবাদ সম্মেলনে মো: হোসেন আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে তার সহোদর ভাগ্নে শরিফুল ইসলাম ।

লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সালে তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২১ নভেম্বর ৫১/২০১৪ নং অধিবেশনের সিদ্ধান্তানুযায়ী মো: হোসেন আলী পিতামৃত: শুকুর আলী কে অস্থায়ীভাবে নৈশ্য প্রহরী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এমতাবস্থায় রাতের আঁধারে বিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত অশুভ আড্ডা ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণে বাধাঁ প্রদান করায় বিদ্যালয়ের কতিপয় সহকারী শিক্ষক ,কর্মচারী ও বহিরাগত ব্যক্তি নৈশ্য প্রহরীর উপর ক্ষিপ্ত হয় । অতপর: বিনা নোটিশে, বিনা কারণে নৈশ্য প্রহরী মো. হোসেন আলীকে বরখাস্ত চিঠি দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কোন কারণ ছাড়াই তাকে বরখাস্ত করার পর বিদ্যালয়ের সেই সময়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করায় তাকে পূন:বহাল রাখেন। মো: হোসেন আলী বর্তমান সময়কাল পর্যন্ত নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন কিন্ত তাহার বিগত ৪ বছর যাবৎ কোন বেতন ভাতা প্রদান করা হচ্ছে না বলে সংবাদ সম্মেলনে দাবী করেন। সম্প্রতি বেতন ভাতা দাবী করলে তাকে বরখাস্ত করা হয়েছে বলে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়ার পায়তারা করা হচ্ছে ।

বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বাসস্থান ছেড়ে দিতে বলা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর বেতন ভাতা না দিয়ে চাকুরী থেকে বরখাস্ত করা হলে ৬ সদস্যের পরিবার নিয়ে ভুমিহীন পরিবারটির রাস্তায় বসে যেতে হবে।সন্তানদের লেখাপড়ার অপূরনীয় ক্ষতি হবে বলে ভুক্তভোগী জানায়।

এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি) ইফফাত জাহান তুলি বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে রয়েছেন । নৈশ্য প্রহরী মো: হোসেন আলীকে লিখিত আবেদন করতে বলেছেন । সভাপতি আসার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়