বেতনের টাকা ফেরত দিলেও কর্মস্থলে ফেরেননি কুবির ৭ শিক্ষক

কুমিল্লাঃ উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে যথাসময়ে কর্মস্থলে ফেরেননি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাত শিক্ষক। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে গমন করেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা হক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুমি আক্তার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাসার, কামরুল হাসান ও সাদিয়া সুলতানা এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার ফিদা হাসান। কিন্তু নির্ধারিত ছুটি শেষ হয়ে গেলেও তারা দেশে ফিরে আসেননি। এদিকে যথাসময়ে দেশে ফিরে না আসায় তাদের কাছ থেকে বেতন ভাতার এক কোটি ৩৭ লাখ ৬৭ হাজার ৭০৮ টাকা ফেরত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অপর দিকে বিদেশে পাড়ি দিয়ে কর্মস্থলে না ফেরার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এতে সচেতন মহলে সমালোচনা চলছে। কুবি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে উচ্চশিক্ষা, গবেষণা কিংবা উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিদেশ গমন করলে একজন শিক্ষক সর্বোচ্চ চার বছর ছুটি এবং বেতন ভাতা পাবেন। আর বিনা বেতনে দুই বছর শিক্ষা ছুটি পেতে পারেন। বিধি মোতাবেক চার বছর ছুটি শেষে ওই শিক্ষককে কর্মস্থলে যোগদান করতে হয়। এরপর বিনা বেতনে আরও দুই বছর ছুটি নিতে পারেন। এর পরও যদি কেউ কর্মস্থলে যোগদান না করেন, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বেতন ভাতা ফেরত দিতে হবে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে অনেকেই যথাসময়ে ফেরত না এসেও কোটি কোটি টাকা বেতন ভাতা গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি কঠোর পদক্ষেপ নিয়েছে কুবি কর্তৃপক্ষ। বিদেশে অবস্থানরত সাত শিক্ষক থেকে এক কোটি ৩৭ লাখ ৬৭ হাজার ৭০৮ টাকা আদায় করেছেন।

কুবি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠার পর এবারই কর্তৃপক্ষ এমন কঠোর পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে এমন ঘটনায় জড়িত অন্য সব শিক্ষকের কাছ থেকেও একইভাবে বেতন ভাতার অর্থ ফেরত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে ফেরত না আসায় সাত শিক্ষক তাদের বেতন ভাতার টাকা ফেরত দিয়েছেন। বিদেশে অবস্থানরত অন্য শিক্ষকদের কাছ থেকেও টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম আবদুল মঈন বলেন, উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে বিদেশে গিয়ে যারা ফিরে আসেননি, তাদের বেতন ভাতার টাকা ফেরত দিতে হবে। আমরা যথাযথ পদক্ষেপের মাধ্যমে এমন সবার কাছ থেকে টাকা আদায় করব।

তিনি বলেন, ছুটি শেষে কর্মস্থলে না ফেরা এমন সাতজন বেতন ভাতার টাকা ফেরত দিয়েছেন। অন্যদের টাকাও ফেরত নেওয়ার কার্যক্রম চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়