বেতনের চিন্তা না করে মানসম্মত শিক্ষা দিন: শিক্ষকদের ফরিদপুরের ডিসি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু মানসম্মত শিক্ষা দিতে পারছি না। আমাদের অভাব সদিচ্ছার।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। বেতন কম পান এ কারণে অনেকেই মানসম্মত শিক্ষা দিতে পারছেন না, এধরনের কথা বলে থাকেন। সবার দেশপ্রেম বাড়াতে হবে, দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই আমরা আগামী দিনে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ফরিদপুর জেলাকে শিক্ষাক্ষেত্রে দেশের মধ্যে একটি মডেল জেলায় পরিণত করতে চাই, একারণে আপনারা যারা শিক্ষক রয়েছেন তাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই সকলে বেতনের চিন্তা না করে মানসম্মত শিক্ষা দিতে এগিয়ে আসুন, আপনারা এগিয়ে এলেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারব আমরা।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত দেবনাথ ও ইয়াছিন কবির, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ফরিদপুর জেলার বর্তমান অবস্থা, সমস্যা ও সমাধানে বক্তব্য রাখেন অতিথি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। সম্মেলনে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়