বেগুনি রঙের নমনীয় ফুল

গ্রীষ্মের প্রকৃতিতে, আহা, কত ফুল যে ফোটে আছে! একটির কথা হলো, অন্যটিকে ভুলে থাকলাম, না, সেটি সম্ভব হয় নয়। কারণ একই সময়ে ফুটলেও একেকটি ফুল একেক রকমের সৌন্দর্য নিয়ে সামনে আসে। এই যেমন জারুল, জারুলের কথাই আজ না হয় বলি। ঠিক বাগানের ফুল এটি নয়। খোলা জায়গায় পার্কে উদ্যানে রাস্তায় বা ঝিল পাড়ে সারি গাছ লাগানো থাকে। সব গাছে ফুল। এত ফুল যে, পাতা পর্যন্ত দেখা যায় না। বেগুনি রঙের জারুল ফুলের পাপড়ি একটু বেশিই নরম। নমনীয় স্বভাবের। সামান্য বাতাসে তাই চমৎকার দোলে। ফুলের দিকে সাধারণ পথিক যেমন মুগ্ধ চোখে তাকান, তেমনি যুগ যুগ ধরে বিমোহিত হয়ে আসছেন কবি সাহিত্যিকরা। প্রকৃতির কবি জীবনানন্দ দাশ লিখেছেন, ‘এই পৃথিবীতে এক স্থান আছে- সবচেয়ে সুন্দর করুণ:/সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল;/সেখানে গাছের নাম : কাঁঠাল, অশ্বথ, বট, জারুল…।’