বুয়েট প্রশাসনের প্রশংসায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গবেষণা খাতে ব্যয়, শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করায় বাংলাদেশ প্রকৌশলী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসনের প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পলাশির ইসিই ভবনের রাইজ কনফারেন্স রুমে রাইজ-এর উদ্যোগে রিসার্চ গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ প্রশংসা করেন।

তিনি বলেন, বুয়েটে বর্তমান প্রশাসন অনেক নতুন নতুন উদ্যোগ নিয়েছে। তাই এখন বুয়েটে আসলে ভালো লাগে। বুয়েট ইন্ড্রাস্ট্রি ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা মাধ্যমে ফান্ড তৈরি করে সেগুলো গবেষণা খাতে ব্যয়, শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করছে। এজন্য বুয়েটের উপাচার্য, উপ-উপাচার্যসহ অন্য সকলকে ধন্যবাদ জানাই। বুয়েটকে সবাই এক্সপোর্ট প্রসেসিং জোন বলে। তবে যে যেখানেই থাকুক, ইচ্ছা থাকলেই দেশের জন্য কাজ করা যায়। আমি চাইব বুয়েটে অ্যালামনাইগণ তাদের বিদ্যাপীঠের উন্নতির জন্য এগিয়ে আসবেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার বিশেষ অতিথি ও বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ রেজাউল করিম, এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা ও ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, আমি দায়িত্ব নেয়ার পর প্রথম এফবিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করি। ইন্ড্রাস্ট্রির সঙ্গে কোলাবরেশন করে তাদের আরএনডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ফান্ড থেকে ফান্ড আনার উদ্যোগ নেই। পর্যায়ক্রমে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করে সেগুলো গবেষণা খাতে ব্যয় করা হচ্ছে। এখন আমাদের প্রধান লক্ষ হলো লোকাল ইন্ড্রাস্ট্রিকে সাপোর্ট দেওয়া এবং একই সময়ে আমাদের শিক্ষক ও ছাত্রদের ধরে রাখা।

গেস্ট অব অনারের বক্তব্যে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, বুয়েট ২০২১-২২ অর্থ বছরের গবেষণায় বরাদ্ধের ৯৫ শতাংশ ও চলতি ২০২২-২৩ অর্থ বছরের ৯২ শতাংশ ব্যয় করেছে। আমরা দেখি অনেক বিশ্ববিদ্যালয় তাদের গবেষণায় বরাদ্ধ অর্থ ব্যয় করতে পারে না। কিন্তু আমরা ব্যয় করার জন্য পর্যাপ্ত অর্থ পাচ্ছি না। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়