বুটেক্সের নতুন প্রক্টর হলেন অধ্যাপক উম্মুল খায়ের

ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা। এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ। আগামী দুই বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হয়। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮০তম সভায় এ সিদ্ধান্ত হয়।

নবনিযুক্ত প্রক্টর টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, এর আগেও আমি ২ বছর (২০১৭-২০১৯) প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা আমাকে কাজ করতে সাহায্য করবে। আমার কাজ হলো বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে প্রয়োগ করা। যখন যে দায়িত্বে ছিলাম তা যথাযথভাবে পালন করেছি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে পারলে নিজের কাছে ভালো লাগে, আত্মতৃপ্তি কাজ করে। যখন সেই সমস্যা আসবে সেটা সমাধান করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করে যাবো। এতে আমি বিশ্ববিদ্যালয়ের সব মহলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, এর আগে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মশিউর রহমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়