কুড়িগ্রামঃ এক উপজেলার বিদ্যালয় অন্য উপজেলায় নেওয়ার বিষয়ে জানতে চাওয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে অপমান ও হুমকি দেওয়া হয়েছে। চিলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ইনসাব আলী।
জানা গেছে, চলতি মাসের শুরুতে ব্রহ্মপুত্র নদে বিলীন হয় চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের উত্তর খাউরিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। পরে উত্তর খাউরিয়ার চরে অন্যের বাড়িতে শিক্ষার্থীদের পাঠদান শুরু করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা ইয়াসমিন ও সহকারী শিক্ষক এম এইচ এ হাসান মাহমুদ। এর বিরুদ্ধে গিয়ে গত ১২ আগস্ট রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর খেদাইমারী এলাকায় ঘর তুলে একই বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন সহকারী শিক্ষক আবু হোসেন মোল্লা, লায়লা খাতুন ও মোবারক হোসেন। গত ২৪ আগস্ট চিলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকারের কাছে জানতে চান বীর মুক্তিযোদ্ধা ইনসাব আলী। এতে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তিরস্কার করেন এবং হুমকি দেন ওই শিক্ষা কর্মকর্তা।
বীর মুক্তিযোদ্ধা ইনসাব আলীর ভাষ্য, বিদ্যালয়টির শিক্ষক হিসেবে কর্মরত তাঁর এক মেয়ে ও এক ছেলে। তারা ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ও জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে চিলমারীর উত্তর খাউরিয়ার চরে বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিচ্ছেন বলে জানান ওই শিক্ষা কর্মকর্তাকে। এ সময় তাঁকে হুমকি দিয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, ‘আপনার (বীর মুক্তিযোদ্ধা) ছেলেমেয়ে চর খেদাইমারীতে তোলা ভবনে পরীক্ষা না নিলে ওদের (দুই শিক্ষক) বেতন বন্ধ করে দেব, আপনি পাইছেনটা কী? আপনাকে উচিত শিক্ষা দেব।’ তখন তিনি জানতে চান, ‘চিলমারী উপজেলার বিদ্যালয় রৌমারী উপজেলায় জোর করে তোলায় আপনার লাভ কী? আপনি তো সরকারি কর্মচারী।’ তাঁর এমন প্রশ্নের উত্তর না দিয়ে তাঁকে ভর্ৎসনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকার। এর বিচার চান ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে কথা হয় চিলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকারের সঙ্গে। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের ভাষ্য, অভিযোগ পেয়েছেন। যাচাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়