বিস্ফোরণে আহতদের ধরনে মনে হচ্ছে বড় দুর্ঘটনা: ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকের এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বিস্ফোরণের পর আহতদের রিকশা, ঠেলা গাড়ি ট্রাক, গাড়ি, এ্যাম্বুলেন্সসহ যেভাবে সম্ভব ঢামেকে নেয়া হচ্ছে। এদিকে, এ ঘটনা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বলেন, ঘটনার প্রথমদিকে যাদের ঢামেকে আনা হয়েছে- তাদের অনেকেই শরীরের বেশির ভাগ অংশ জখম অবস্থায় এসেছে। তাদের মাথা, শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বোঝা যাচ্ছে এটা বড় ধরনের দুর্ঘটনা।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। ঢামেক পরিচালক আরও জানান, আমরা ডাক্তাদের এনেছি, নার্সদের এনেছি এবং যত জিনিসপত্র লাগে সবই সংগ্রহ করেছি। আহতরা আসছেন, আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। সর্বমোট কতজন আহত বা নিহত হয়েছেন তা হিসেব করতে (টোটাল কাউন্ট) আমাদের সময় লাগবে।

আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি।