অনলাইন ডেস্ক।।
কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক নতুন একটি সুপার কম্পিউটার তৈরি করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের গবেষকরা। পুরো কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার। এ বছরের মাঝামাঝি সময়ে কম্পিউটার তৈরির কাজ শেষ হবে।
গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেটা রাখা হয়। মেটাভার্সের প্রতি নিজেদের দেওয়া গুরুত্ব বোঝাতেই এই পরিবর্তন আনে কর্তৃপক্ষ। মেটাভার্স হলো একটি ভার্চুয়াল দুনিয়া যেখানে ভিন্ন ভিন্ন ডিভাইসের মাধ্যমে সবাই একসঙ্গে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ একসঙ্গে কাজ, খেলাধুলা ইত্যাদি সবকিছুই সম্ভব হবে মেটাভার্সে।