বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কী পরামর্শ শিক্ষাবিদদের

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আর কোনো গুচ্ছ বা বিষয়ভিত্তিক পরীক্ষা নয়, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বহির্বিশ্বের আদলে দক্ষতা মূল্যায়নভিত্তিক অভিন্ন পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদদের। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, অভিন্ন মূল্যায়ন পদ্ধতি চালুর লক্ষ্যে একটি সংস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব ও অর্থ সাশ্রয়ে কৃষি ও প্রকৌশল ছাড়াও ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই বছর ধরে চলছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া। কিন্তু গুচ্ছ প্রক্রিয়া কৃষি ও প্রকৌশলে স্বস্তি দিলেও সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তিতে বিড়ম্বনা বাড়িয়েছে বহুগুণ।

গুচ্ছভুক্ত এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনে বারবার ভর্তি ফি দেয়া ও দেরিতে ক্লাস শুরু হওয়ায় সেশন জটসহ নানা সমস্যায় জর্জরিত শিক্ষার্থীরা। আর দশ-বারো গণবিজ্ঞপ্তি দিয়ে কাঙ্ক্ষিত মান ও সংখ্যায় শিক্ষার্থী না পাওয়ায় গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একই চাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিরও।

এ অবস্থায় সম্প্রতি আগামী বছর থেকে একটি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বহির্বিশ্বের আদলে দক্ষতা মূল্যায়নভিত্তিক অভিন্ন পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদদের। আর দ্রুত জাতীয় মূল্যায়ন কর্তৃপক্ষ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে পরীক্ষা পদ্ধতি চালুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইউজিসি।

এ বিষয়ে শিক্ষাবিদ অধ্যাপক ড. মেজবাহ কামাল বলেন, ‘একটা কেন্দ্রীয় মূল্যায়ন কর্তৃপক্ষ ইউজিসির অধীনই তৈরি হতে পারে। যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো পরিচালনা করবে। কোনো বিষয় নিয়ে যেন প্রশ্নমালা তৈরি না হয়। সেটা এমন প্রশ্নমালা হতে হবে, যেটা শিক্ষার্থীর জ্ঞান এবং স্বাভাবিক ক্ষমতা মূল্যায়ন করবে।’

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘সমন্বিত ভর্তি পরীক্ষা বা ভারতে যেটাকে জয়েন্ট এনট্রেন্স এক্সামিনেশন্স অথবা অন্য দেশে অন্য নামে আছে, সেখানে আসতে একটু সময় লাগবে। আমাদের শিক্ষামন্ত্রী এবার ইউজিসিকে নির্দেশনা দিয়েছেন–যেন এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়। সময় এসেছে এ ধরনের একটা পদ্ধতি তৈরি করার। জাতীয় মূল্যায়ন কর্তৃপক্ষের অধীন এটা হতে পারে। অথবা অন্য কোনো নামেও হতে পারে।’

তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করতে পারবে বলে জানায় ইউজিসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়