বিশ্ববিদ্যালয়ের বাসভবনে বহিরাগতদের ভাড়া!

ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় সাত মাস আগে এ অভিযোগ করা হলেও প্রশাসনেকে কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি। এতে বেশিরভাগ বহিরাগত এখনও বাসায় অবস্থান করছেন।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা-১ এ বরাদ্দকৃত সরকারি বাসা বহিরাগতদের ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে চলতি বছরের ১১ এপ্রিল দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত প্রতিবেদনে পূর্ণ বাসা ভাড়া দেন এমন কর্মকর্তা-কর্মচারী ৭ জনের নাম সামনে আসে। পাশাপাশি সাবলেট বা আংশিক বাসা ভাড়া দিয়েছেন এমন সংখ্যা ৩১ জন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় । ভাড়া দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বাসাভেদে রুমপ্রতি ৮-১২ হাজার টাকা এবং তিন রুমের পূর্ণ বাসা ২২-২৪ হাজার টাকায় ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া যায়। কিছু ক্ষেত্রে অগ্রিম ১ লাখেরও বেশি টাকা নেওয়ারও অভিযোগ উঠে তাদের নামে।

পরে প্রশাসনের বরাবর অভিযোগ ও প্রতিবেদনের প্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা তদন্ত রিপোর্ট জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিশ্বস্ত সূত্র হতে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান কর্মকর্তাদের সঙ্গে এক সভায় গত জুলাই-আগস্ট মাসের মধ্যে ভাড়া বাসা খালি করার নির্দেশ দেন। তার পরে কেউ খালি না করলে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।

কিন্তু এখনও বহিরাগত ভাড়াটিয়া অবস্থান করছে। এক রুমের যেসব বাসা বহিরাগতদের ভাড়া দেওয়া হয়েছে তাতে কোনো পরিবর্তন আসেনি।

প্রায় চার মাসের আগের নির্দেশনায় সব বহিরাগত ভাড়াটিয়াকে বের করা সম্ভব হয়নি এমন প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমরা সময় নিয়ে তদন্ত করেছি এবং তদন্ত রিপোর্ট দাখিল করেছি। প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা।

বহিরাগতদের বের করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার বলেন, আমরা ধারাবাহিকভাবে ব্যবস্থা নেব। বহিরাগত কাউকে রাখব না। তবে কবে নাগাদ পুরোপুরি বহিরাগতদের বের করা হবে সে সময় আমি বেঁধে দিতে পারছি না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়