নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ মে ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের পর্দা উঠে। আজ রবিবার লর্ডসে ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামছে। এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সব ধরনের চেষ্টায় করেছে আইসিসি। ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণও।
আইসিসি বিশ্বকাপের জন্য ১০ মিলিয়ন ডলার তথা ৮৫ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য সবচেয়ে বেশি ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩৪ কোটি টাকার প্রাইজমানি বরাদ্দ থাকছে। আর রানারআপ দল পাবে ঠিক এর অর্ধেক। অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি টাকা।
বিপুল অঙ্কের কোটা পাচ্ছে বাকি দলগুলোও। সেমিফাইনালে বাদ পড়া দুই দলকে দেয়া হবে ৮ লক্ষ ডলার বা ৬ কোটি ৮০ লাখ টাকা করে মোট ১৩ কোটি ৬০ লাখ টাকা।
এছাড়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাদ পড়া ছয় দলকে ১ লাখ ডলার বা ৮৫ লাখ টাকা করে দেয়া হবে মোট ৫ কোটি ১০ লাখ টাকা।
পুরস্কার থাকছে লিগ পর্বে ম্যাচ জেতার জন্যও। প্রথম পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেয়া হবে ৪০ হাজার ডলার তথা ৩৪ লাখ টাকা। এতে করে প্রথম পর্বে জয়ী দলগুলোর পেছনে মোট খরচ হবে ১৫ কোটি ৩০ লাখ টাকা।