অনলাইন ডেস্ক।।
সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বিবৃতিতে সৌদি বাদশাহর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ পাঠাতে পেরে আমরা আনন্দিত। আপনাদের ভবিষ্যত অর্জনের জন্যও শুভ কামনা। ’
একই বার্তা দিয়েছেন সৌদি যুবরাজও।
তিনিও কাতারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারকে অভিনন্দন জানিয়েছে।