বিধি জটিলতায় সুপারিশ বঞ্চিত বিসিএস নন ক্যাডারে উত্তীর্ণ চাকুরি প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক : বিধি জটিলতায় সুপারিশ বঞ্চিত বিসিএস নন ক্যাডারে উত্তীর্ণ চাকুরি প্রার্থীরা । শুধু একটি বিধিমালার অভাবে সরকারি চাকরিতে আটকে আছে প্রায় সাড়ে ৪ হাজার নিয়োগ। নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ২০১৪ সালের বিধিমালা সংশোধনের কাজ চলছে। এই বিধিমালার খসড়ার নথি বেশ কিছুকাল ধরেই চালাচালি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে। তবে কিছুতেই চূড়ান্ত হচ্ছে না। ফলে নন-ক্যাডার পদে নিয়োগপ্রত্যাশীদের অপেক্ষার প্রহর কেবল বেড়েই চলেছে। হতাশায় মুষড়ে পড়েছেন তাঁরা।

সরকারি কর্ম কমিশনের ভাষ্যমতে, নতুন বিধিমালা এখনও অনুমোদন না হওয়ায় ৪০তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম বন্ধ আছে। বিধিমালা জারি হলেই ৪০তম বিসিএসের নন-ক্যাডার ফলাফল বিধিমালার আলোকে প্রকাশ করতে পারবে পিএসসি। এ জন্য সংস্থাটি প্রস্তুতও আছে।

এদিকে, ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে একজন নিয়োগ প্রার্থী বলেন, বিধিমালার গেজেট জারির আগেও পিএসসি চাইলে আমাদের নিয়োগের সুপারিশ করতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই।

আরেক চাকরিপ্রার্থী বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ৪০তম বিসিএসের সার্কুলার হয়েছিল। করোনার দুই বছরসহ আরও নানা কারণে এরই মধ্যে ৬ বছর পার হতে চলেছে। আমাদের অনেকেরই সরকারি চাকরির বয়স শেষ। আর কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারব না। ৪০তম বিসিএসে পাস করা ও নন-ক্যাডারের অপেক্ষায় থাকা আমরা ৮ হাজার ১৬৬ জন যেন জীবন্ত লাশ।