বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রামঃ  জেলার ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে বাঁধন সরকার (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাঁধন উপজেলার কাশিপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও কাশিপুর বাজার এলাকার দুলাল সরকারের দ্বিতীয় ছেলে।

মৃত স্কুলছাত্রের পরিবার জানায়, বাড়ির বৈদ্যুতিক লাইনের মেইন সুইচে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারায় বাঁধন। পরে তাঁকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাঁধনকে দাফন করা হয়েছে বলে জানায় ওই স্কুলছাত্রের পরিবার।

ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) মনিরুজ্জামান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়