মৌলভীবাজারঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগিতায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাছাইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে সেরা সভাপতি নির্বাচিত হয়েছেন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আশফাক হোসেন (তানভীর)।
সোমবার (১১ সেপ্টেম্বর) প্রতিযোগিতায় নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে উপজেলা বাছাই কমিটি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগে গত ৬ ও ৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদের হলরুমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন- বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে সেরা সভাপতি সৈয়দ আশফাক হোসেন তানভীর (সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৃথিমপাশা), সেরা প্রাথমিক বিদ্যালয় হলো আমির সলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়), সেরা প্রধান শিক্ষক আব্দুল হাসিম (বরমচাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়), সেরা প্রধান শিক্ষিকা আয়শা বেগম (সৈয়দা আজিজুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়), সেরা সহকারী শিক্ষক আব্দুল হান্নান (চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়), সেরা সহাকারী শিক্ষিকা শিউলী আচার্য্য (রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), সেরা কাব শিক্ষক মোহাম্মদ আব্দুল মুহাইমিন (ছকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ের নির্বাচিত সেরা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা জেলা পর্যায়ে আগামী ১৩ সেপ্টেম্বর বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়