চট্টগ্রামঃ জেলার ফটিকছড়ির হেয়াকো বাংলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ) ফান্ডের টাকা সঠিকভাবে ব্যয় না করে ‘নয়ছয়’ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন পরিচালনা কমিটির সহসভাপতি ইউপি মেম্বার মো. কামাল উদ্দিন।
লিখিত অভিযোগে কামাল উদ্দিন বলেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন পকেট কমিটি বানিয়ে ইচ্ছেমতো বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি সরকারি বরাদ্দের টাকার কোনো হিসাব দেন না। নিয়মিত সভাও আহ্বান করেন না।
এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি কোনো কথা না বলে তড়িঘড়ি করে মিটিং ডেকে বরাদ্দের আংশিক টাকা কমিটির কাছে বুঝিয়ে দেন।
একই অভিযোগ উঠেছে দাঁতমারা ইউনিয়নের সোনারখীল এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের বিরুদ্ধে। তিনি শিক্ষার্থীদের ইউনিফর্ম বাবদ খরচের হিসাব ছাড়া বাকি টাকার হিসাব মেলাতে পারেননি। এ বিদ্যালয়েও দীর্ঘদিন ধরে কমিটির সভা হয় না।
ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, কমিটি গঠনের পর থেকে কোনো মিটিং ডাকেননি প্রধান শিক্ষক। নিজেই মিটিংয়ের রেজ্যুলেশন করে কয়েকজন সদস্যের স্বাক্ষর নিয়ে সব কাজ জায়েজ করেন।
এ ছাড়া সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি মনোনয়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে নুর মোহাম্মদসহ তিন এসএমসি সদস্য উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী নুর মোহাম্মদ বলেন, শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করার পরও ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা।
এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির জানান, স্লিপ ফান্ডের টাকা ও এসএমসি নিয়ে দুটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়