মাগুরাঃ জেলার শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইটের দেয়াল ধসে ৮ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা ও শ্রীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে জানিয়েছেন বিদ্যালয়ের লাইব্রেরিয়ান কায়কোবাদ হোসেন।
আহতরা হল- রিথি (১৩), আম্বিয়া (১৪), রিয়া (১৩), আশরাদা জান্নাত (১৩), নূপুর (১৪), নাদিয়া (১২), মিতু (১৩) ও মমি (১৩)।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের দুটি কক্ষকে একত্রিত করতে কংক্রিটের ভিমের নিচে ইটের গাঁথুনির একটি দেয়াল বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছিল। শনিবার সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলাকালে আকস্মিকভাবে বাঁশ সরে গেলে ভিমের কিছু অংশ ভেঙে পড়ে। এ সময় ৮ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে রিয়া ও নুপুর খাতুনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শ্রীপুর উপজেলা সদরের প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয়ের লাইব্রেরিয়ান কায়কোবাদ হোসেন বলেন, ‘প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় শনিবার ৪০১ নম্বর কক্ষে সপ্তম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা চলছিল। হঠাৎ বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা ভিমের নিচের পার্টিশন দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। এতে ৮ জন ছাত্রী আহত হয়েছে।
ঘটনার সময় অন্য কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম ঠাকুর বলেন, বিমের নিচের পার্টিশন দেয়ালের খানিকটা বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখা হয়েছিল। যা একেবারেই অপরিকল্পিত কাজ। এ কারণে এ দুর্ঘনা ঘটেছে।
আহত এক ছাত্রীর বাবা নাসিরুল ইসলাম বলেন, দেয়াল পুরোটা না ভেঙে শুধু মাত্র বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখাটা ঠিক হয়নি।
এমন ঝুঁকিপূর্ণ কক্ষে পরীক্ষা কেনো নেওয়া হলো। এটি অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত।
এ বিষয়ে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী বলেন, ‘বাইরে আছি। ঘটনার বিষয়ে শুনেছি। বিদ্যালয়ে যাচ্ছি।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ে জরুরি সভায় ছিলাম। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছি। পরিদর্শন শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়