দিনাজপুরঃ জেলার পার্বতীপুরের ঢাকুল্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন নিবাস চন্দ্র রায় (৬৫)। চাকরির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ সেপ্টেম্বর।
গতকাল রবিবার বিকেল ৩টায় বিদ্যালয়ের সহকর্মীরা তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। তৈরি করা হয় মানপত্র। কিনে আনা হয় ক্রেস্টও। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেল সাড়ে ৩টায় বিদায় অনুষ্ঠানের ডায়াসে বক্তৃতা দেওয়া অবস্থায় এমন চিরবিদায়ে শোক সাগরে ভেসেছেন তার সহকর্মী, শুভাকাক্সক্ষী ও স্বজনরা।
ঢাকুল্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রামাণিক বলেন, নিবাস চন্দ্র রায় আমাদের অফিসের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তাকে সুন্দরভাবে বিদায় জানাতে মানপত্র ও ক্রেস্ট আনা হয়েছে। কিন্তু যার জন্য আমাদের এ আয়োজন তিনিই আমাদের চিরবিদায় জানিয়েছেন। তার গ্রামের বাড়ি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মরনাইপান বাজার। তিনি ১৯৯৩ সালের ১৫ জানুয়ারি যোগদান করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়