বাসে উঠে শিক্ষককে মারধর, অভিযুক্ত ছাত্রকে টিসি দিল স্কুল

ভারতের পূর্ব মেদিনীপুরের দিঘার দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদন

শিক্ষাবার্তা ডেস্কঃ স্কুলে এসে পড়াশোনার পরিবর্তে ছাত্রীদের উত্যক্ত করতো সে৷ প্রতিবাদে ক্লাসের মধ্যেই গুণধর ছাত্রটি ভর্ৎসনা করেছিলেন শিক্ষক৷ প্রতিশোধ নিতে বাসে উঠে সেই শিক্ষককে মারধর করার অভিযোগে অভিযুক্ত ছাত্রকে স্কুল থেকে তাড়িয়ে দিল স্কুল কর্তৃপক্ষ৷

শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল ভারতের পূর্ব মেদিনীপুরের দিঘার দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদন৷ প্রধান শিক্ষক পরশুরাম মণ্ডল বলেন, “শিক্ষকের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। আমরা ওই ছাত্রকে টিসি দিয়েছি। সমস্ত বিষয় চিঠি দিয়ে তার বাবাকে জানিয়ে দেওয়া হয়েছে৷’’

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর বাসে চেপে রামনগরের সটিলাপুরের বাড়িতে ফিরছিলেন গণিতের শিক্ষক নন্দগোপাল পাত্র। সেই সময় দিঘা লেভেল ক্রশিংয়ের কাছে হাত দেখিয়ে বাসটিকে থামায় ওই ছাত্র। তারপর বাসের ভিড়ের মধ্যে শিক্ষক নন্দগোপাল পাত্রকে মারধর করে বাস থেকে দ্রুত নেমে যায়। বাইরে তখন বাইকে স্টার্ট দিয়ে দাঁড়িয়েছিল অপর এক যুবক। তারা দ্রুত বাইকে সেখান থেকে পালিয়ে যায়। পরে জানা যায়, হামলাকারী দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনেরই ছাত্র।

স্কুল সূত্রের খবর, ইউনিফর্ম গায়ে ব্যাগ কাঁধে এদিন দুপুরে টিফিনের পর স্কুলে এসে হাজির হয় ওই পড়ুয়া। তারপর ক্লাসে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল সে। ছাত্রীরা এ ব্যাপারে অভিযোগ জানায় শিক্ষকদের কাছে। এরপরই শিক্ষকরা এসে স্টাফরুমে ধরে নিয়ে যান ওই ছাত্রকে। অন্যদিকে স্যারের ওপর হামলারপ্রতিবাদে এবং ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন স্কুলে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।

স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। পরিচালন কমিটির বৈঠক শেষে এরপরই অভিযুক্ত ছাত্রটিকে স্কুলের পক্ষ থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হয়৷

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়