বিদ্যালয়ে যেতে বাড়ি, পুকুরপাড় ও জমির আইলই ভরসা

সিরাজগঞ্জঃ গ্রীষ্মকালে বিদ্যালয়ে যেতে জমির আইল ভরসা। তবে বর্ষায় বৃষ্টি শুরু হলে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। কখনও কখনও পড়ে গিয়ে বই-খাতা ভিজে যায়। বৃষ্টি হলে বিদ্যালয়ে যেতে পড়ে যাওয়ার ভয়ে অনেকে আসে না। কথাগুলো বলছিল তাড়াশের দিঘরিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আসিফ আলী, মেরিনা খাতুন ও সানজিদা আক্তার।

এভাবে জমির আইল ধরে বা কাদা মাড়িয়ে বছরের পর বছর যাতায়াত করছে তাড়াশের বারুহাঁস ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষার্থীরা। রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য ৩০০ ফুট রাস্তা নির্মাণে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কিন্তু তিন দশকেও হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ইউনিয়ন পরিষদ ও গ্রামবাসীর কাছে আবেদন করেও লাভ হয়নি। শিক্ষক-শিক্ষার্থীরা অন্যের বাড়ি, পুকুরপাড়, জমির আইল দিয়েই বিদ্যালয়ে চলাচল করে। এ দৃশ্য দেখলে মন খারাপ হয়ে যায়।

যদিও বৃহস্পতিবার ইউএনও মো. মেজবাউল করিম বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে ৩৩ শতাংশ জমিতে বিদ্যালয়টি স্থাপন করা হয়। ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। এর আগে ২০০৩ সালে এলজিইডি ১৩ শতাংশ জায়গার ওপর একটি পাকা দোতলা ভবন নির্মাণ করে দেয়। বিদ্যালয়টিতে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদান করাচ্ছেন পাঁচজন শিক্ষক।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, তারা অনেক চেষ্টা করেছেন রাস্তা নির্মাণের জন্য। কিন্তু ফল পাননি। স্কুলে যাতায়াতের রাস্তা না থাকায় শিক্ষার্থীরা অন্য স্কুলে চলে যাচ্ছে। দ্রুত রাস্তা নির্মাণ না করা হলে বাকিদেরও ধরে রাখা সম্ভব হবে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান জানান, রাস্তাটি করার মতো যে জায়গা রয়েছে, তা নিয়ে ঝামেলা আছে। সরেজমিন গিয়ে রাস্তা করার ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়