অনলাইন ডেস্ক।।
বাবার সঙ্গে অভিমান করে ছেলে আত্মহত্যার চেষ্টা করতে চেয়েছিলেন। বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে ছেলেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ থানার মধুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার সাত্তার আরও জানান, মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডার দীন মোহাম্মদ জানান, তারা তরুণের এক আত্মীয়ের মাধ্যমে নিচে থেকে কথা বলে তাকে ব্যস্ত রাখেন, এরই মধ্যে ফায়ার উদ্ধারকারী সদস্যরা ছাদে উঠে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করেন।