চট্টগ্রামঃ বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে জিনাত কামাল তারিশা। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
জিনাত মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের শেখ আবুল কাশেম চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও মিঠানালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল হোসেন টুকুর মেয়ে।
রবিউল হোসেন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে মারা যান। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তারিশার বড় ভাই কমল বলেন, আমার বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা গেছেন। আজ বেলা ১১টায় জানাজা শেষে আব্বাকে দাফন করা হয়। আমার একমাত্র ছোট বোনের এইচএসসি পরীক্ষায় থাকায় সে মরদেহ রেখে পরীক্ষায় দিতে যায়। আজ তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল।
মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম বলেন, আমাদের সবার প্রিয় টুকু স্যার মারা গেছেন। জানাজায় গিয়ে জানতে পারি তার একমাত্র মেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এজন্য সে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়