ঢাকা: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন নুরুন নাহার হেনা।
বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের শিক্ষানুরাগী মরহুম তাহের উদ্দিন এর মেয়ে নূরুন নাহার হেনা। এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ উদ্দীন রেনু’র ছোট বোন।
নূরুন নাহার হেনা কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি পাস করে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি উইমেন এমপাওয়ারমেন্টে এমফিল ও পিএইচডি অর্জন করেন।
১৯৯৩ সালে ১১তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান নূরুন নাহার হেনা। সহকারী কমিশনার হিসেবে ঢাকা কালেক্টরেটে চাকুরিতে যোগদান করেন তিনি। ১৯৯৭ সালে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সহকারী সচিব পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া একই প্রজ্ঞাপনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে (বিজেএমসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রেজভীকে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক করা হয়েছে।
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।
অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়