ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শিক্ষক শিক্ষার্থীদের ভাবনায় শিক্ষা বাজেট, জাতীয় ও বিশ্ববিদ্যালয় বাজেট প্রেক্ষিত’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসি করিডোরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ এ সভার আয়োজন করে।
আলোচনা সভায় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুঈদ। বিশেষ অতিথি হিসেবে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজিম তিতিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক।
আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা ২০১৯-২০ অর্থবছরের শিক্ষা বাজেট ও বিশ্ববিদ্যালয়ে গবেষনা বাজেট সম্পর্কে মতামত ব্যক্ত করেন।