বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যা বাড়ছে!

ঢাকাঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬ হাজার ৫০৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং ৫ হাজার ২১১টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান আছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশের সময় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের জন্য বিদ্যমান আবাসন সুবিধা ৮% থেকে ৪০%-এ উন্নীতকরণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে।

প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তাদের জন্য আরও ৮ হাজার ৮৩৫টি ফ্ল্যাট এবং ৬৪ জেলায় তাদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা ১৫%-এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, সরকার রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়