বাঘায় শিক্ষকদের গান শিখতে বললেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

রাজশাহীঃ জেলার বাঘার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়া ও কোচিং নির্ভরশীল হওয়ার ইস্যু নিয়ে শিক্ষকদের ভালো গান গাওয়ার পরামর্শ দিয়ে বক্তব্য রেখেছেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম মাহামুদুল হাসান।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃংখলা, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও নাশকতা প্রতিরোধ নিয়ে পৃথক চারটি মাসিক সভায় বক্তারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে যাওয়া ও লেখা পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলে শিক্ষা অফিসার এ কথা বলেন।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাতের একপর্যায় কয়েকজন বক্তা বলেন, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার মান ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। পূর্বের যে কোনো সময়ের চেয়ে এখন বিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের উপস্থিত অনেক কমে গেছে। এর কারণ হিসাবে বক্তারা শিক্ষার্থীদের কোচিং বাণিজ্যে ও ভিডিও গেমে আসক্তের কথা উল্লেখ করেন।

এ সময় উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এই সমস্যা সমাধানের কারণ জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আমার শিক্ষকরা যে একেবারে খারাপ পড়ায় তা নয়। তবে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে শিক্ষকদের ভালো গান গাওয়া শিখতে হবে। তার এ ধরনের বক্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়