রাজশাহীঃ জেলার বাঘায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসনা বানু পারভীন (৪৭) নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসনা বানু পারভীন মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার বাংলা বিভাগ প্রভাষক ও একই কলেজের কম্পিউটার প্রদর্শক এবং তুলশিপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী।
হাসনা বানু পারভীনের স্বামী আবদুল মান্নান বলেন, কিছুদিন আগে গায়ে জ্বর অনুভাব করছিল। এনএসআই পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। তার অবস্থা বেগতিক দেখে রোববার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টায় মারা যান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজ্জামান আশাদ জানান, হাসনা বানু পারভীন নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়