বাকৃবি প্রতিনিধি তানিউল করিম জীম।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল শিক্ষক-কর্মকর্তা কর্মচারিগণ এক দিনের বেতনের সম পরিমান অর্থ দেশে চলমান বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে বিতরণ করবে। সোমবার সন্ধ্যা ৭টায় উপাচার্যের সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিসংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.লুৎফুল হাসানের আহবানে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, বাংলাদেশের বিস্তৃর্ণ জনপথ ভয়াবহ বন্যায় আক্রান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে বিশ্ববিদ্যালযের উপ-উপাচার্য ড. মোঃ জসিম উদ্দিন খানকে সভাপতি ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনকে সদস্য-সচিব করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা কর্মচারিদের সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার,ট্রেজারার,প্রোক্টর.সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টাকে সদস্য করা হয়। কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জামালপুরের ইসলামপুর এবং ময়মনসিংহ সদরের চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রান হিসাবে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও বিধ্বস্ত কৃষি ব্যবস্থা পুণর্বাসনের লক্ষ্যে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় বিনা মূল্যে উচ্চ ফলনশীল আমন ধানের চারা বিতরনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্তৃক বন্যার্তদের ত্রাণ ও কৃষি পূণর্বাসন করার লক্ষ্যে আমাদের একদিনের মূল বেতনের সমপরিমান অর্থ বন্যাদূর্গতদের সাহার্য্যার্থে দান করার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।