বশেমুরবিপ্রবির শিক্ষক-কর্মকর্তার সব ধরনের ভ্রমণ স্থগিত

গোপালগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সব ধরনের ভ্রমণ স্থগিত করা হয়েছে।

সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের অনুমোদনক্রমে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা সফর, পিকনিক এবং অন্যান্য ট্যুর সাময়িক স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়