বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-কাজিম উদ্দিন আহম্মেদ এমপি

সামিউল ইসলামঃ
১৮ জুলাই (বৃহস্পতিবার) ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনু্ষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকার শিক্ষার উন্নয়নে অনেক কিছু করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়েরম্যান ড.সেলিনা রশিদ, পৌরসভার মেয়র একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উমর হায়াত খান নঈম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাবিব উল্যাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ররম্যান ড. সেলিনা রশিদ ও পৌরসভার মেয়র ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুমসহ বিশিষ্ট নেতৃবৃন্দের উাস্থিতিতে বিদ্যালয়টিতে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু কর্ণারটিতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কয়েক শতাধিক বই রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর কিছু দূর্লভ ছবিও রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বঙ্গবন্ধু কর্ণারটিতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যত বই রয়েছে, তা সংগ্রহ করে রাখার ইচ্ছা প্রকাশ করেন।