সদ্য অনুষ্ঠিত ওয়াশিংটন ডিসি বইমেলায় ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার কোমলমতি শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাহবুব হাসান সালেহ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
‘আমরা বাঙ্গালি ফাউন্ডেশন’ আয়োজিত বইমেলার অফিসিয়াল পার্টনার ভার্জিনিয়ার উডব্রিজে অবস্থিত ‘বর্ণমালা স্কুল’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪টি বিষয়ের ওপর শ্রেণিভিত্তিক বিভাগে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ড. দেওয়ান সালাউদ্দিন, আমরা বাঙালি ফাউন্ডেশনের সভাপতি মেজর (অব.) ফজলুর রহমান ও ডিসি বইমেলার প্রধান সমন্বয়কারী সামিনা আমিন সকল প্রতিযোগীর আর্টওয়ার্ক মূল্যায়ন করেন। তাদের মূল্যায়নের ভিত্তিতে ৬৬ জন অংশগ্রহণকারী মধ্য থেকে ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
বইমেলার শেষ দিনে বাংলদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বর্ণমালা স্কুলের প্রেসিডেন্ট নাজনীন আখতার ও আমরা বাঙালি ফাউন্ডেশনের সভাপতি মেজর (অব.) ফজলুর রহমান বিজয়ীদের হতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
গত ২২ ও ২৩ জুন অনুষ্ঠিত বইমেলায় বিশিষ্ট সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক-সাহিত্যিক আনিসুল হক, ভয়েস অব আমেরিকার রোকেয়া হায়দার, সরকার কবির উদ্দিন ও আনিস আহমেদ, কবি সৈয়দ আল ফারুক, কবি হুমায়ুন ঢালীসহ বৃহত্তর ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি দর্শক ও ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়।