বরিশাল বোর্ড: ১৭১ শিক্ষার্থীর ফল পরিবর্তন

বরিশালঃ এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ১৭১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ৩ জন। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন।

সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, বরিশাল বোর্ডের ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। তারা মোট ২১ হাজার ৩৯৭টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন।

গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৩১১ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়