নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ কলেজ শিক্ষক মর্জিনা আক্তারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার না করা হলে বরিশাল বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট করার হুমকি দেওয়া হয়েছে।
শনিবার নগরের সিটি কলেজে সংবাদ সম্মেলন করে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দেয় ‘সম্মিলিত শিক্ষক-পেশাজীবী-সাংস্কৃতিক ও মহিলা পরিষদ সমন্বয় কমিটি’। এ সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেওয়ার হুমকি দেন কমিটির সদস্যরা।
মর্জিনা আক্তার নগরের ফিশারি রোডের গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগের প্রভাষক। তিনি জানান, পূর্ববিরোধের জেরে গত ২ ফেব্রুয়ারি দুপুরে কলেজের লাইব্রেরি কক্ষে সহকর্মী নিশাত আফরিনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এরপর বিষয়টি স্বামী হাসনাইন চৌধুরীকে জানান নিশাত। তিনি ৮-১০ জন নিয়ে কলেজে এসে লাইব্রেরিতে ঢুকে মর্জিনাকে মারধর করেন।
কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, মারধরের ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন মর্জিনা আক্তার। ঘটনাটি ভিন্ন খাতে নিতে হামলাকারী হাসনাইন চৌধুরী কলেজ অধ্যক্ষ মো. শাহাবউদ্দিন, মর্জিনাসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। মর্জিনার মামলায় হাসনাইনসহ অন্য আসামিরা আদালত থেকে জামিন নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিয়ে আসছেন।
কলেজ শিক্ষক সমিতির বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কাছে গেছেন। কিন্তু রহস্যজনক কারণে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক সফিউল আজম, শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করীম, মহিলা পরিষদের সভাপতি পুষ্প চক্রবর্তী, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়