বরিশাল: ছাত্রের মৃত্যু, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

বরিশালঃ জেলার বাকেরগঞ্জ উপজেলায় সুন্দরকাঠী জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. জাবেরের (১৬) মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামের কালাম হাওলাদারে ছেলে মো. জাবের।

শুক্রবার (০১সেপ্টেম্বর) নিহত শিক্ষার্থী জাবেরের মা রিনা বেগম বাদী হয়ে প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লা ও মনোয়ার হোসেন মন্টু দুই জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা নং – ১।

থানা সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট দুধল ইউনিয়নের সুন্দরকাঠী জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে পিকনিকের আয়োজন করে। এত জাবেরসহ তার সহপাঠিরা অংশগ্রহণ করে।

ঐ রাতে নিহত জাবেরসহ তার কয়েকজন বন্ধুরা বিদ্যালয়ে সাউন্ড বক্সে গান বাজায়। এ সময় প্রধান শিক্ষক হাবিব মোল্লা ও মনোয়ার হোসেন মন্টু গান-বাজনা বিরক্তি হয়ে লাঠি নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। জাবের দৌড়ে পালাতে গিয়ে বিদ্যালয়ের মাঠে দক্ষিণ পাশে পড়ে গেলে প্রধান শিক্ষক ও তার সাথে থাকা মনোয়ার হোসেন মন্টু জাবেরকে দ্বারা শরীরের বিভিন্ন স্থান আঘাত করে। এতে ঘটনাস্থলে জাবের অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা বিদ্যালযের পাশের বাড়ি রনি গাজীর ঘরে নিয়ে রাতে ঘুম পাড়িয়ে রাখে। পরের দিন সকালে জাবের বাড়িতে ফিরে তার মা রিনা বেগমের কাছে রাতের ঘটনার বর্ণনা দেয়।

এ বিষয়ে নিহত ছাত্রের মা রিনা বেগম বলেন, স্থানীয় ফার্মেসী থেকে প্রথমে ওর জন্য ঔষধ এনে কয়েকদিন খাওয়াই। তারপর আমার ছেলের সুস্থ না হওয়ায় ওকে চিকিৎসার জন্য গত ২০ আগস্ট বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসারত অবস্থায় জাবের বাড়ি ফিরতে চাইলে তার অনুরোধে গত ২৭ আগস্ট তাকে বাড়িতে নিয়ে আসি।

তিনি বলেন, কিন্তু ঐ দিন রাতেই জাবের শারীরিক অবস্থার অবনতি হয়। এই খবর শুনে প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লা নিজে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠায়। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের কাছাকাছি পৌঁছালে আমার ছেলে মারা যায়। আমার ছেলের লাশ বাড়িতে নিয়ে আসলে গত ২৮ আগস্ট সকালে বাকেরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে এসে লাশ থানায় নিয়ে যায়। পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ আমাদের কাছে দিয়ে দেয়।

এ ছাড়া আসামিদের দ্রুত গ্রেপ্তার করে করে সঠিক বিচারের দাবি জানিয়েছেন জাবেরের মা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রধান শিক্ষকসহ দুজনে বিরুদ্ধে থানায় একটি মামলা এজাহার হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়