ফরিদপুরঃ জেলার সদরপুর উপজেলার ভাষাণচর উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ছাত্তার মন্ডলের বিরুদ্ধে। সরকারি বিধিবহির্ভূত নিয়োগ, অর্থ লেনদেন ও প্রতারণার অভিযোগ তুলে ফরিদপুর আদালতে প্রধান শিক্ষকসহ নিয়োগ কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করেন ছালেহা আক্তার নামের এক মহিলা। এ ছাড়া তিনি জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ঠ দপ্তরে অভিযোগ দিয়েছেন।
ছলেহা আক্তার বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) অভিযোগ করে বলেন, ২০২২ সালের ৪ নভেম্বর দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে আমিসহ ওই পদে ৩ জন আবেদন করি।
প্রধান শিক্ষক আমাকে আয়া পদে চাকরি দেওয়ার কথা বলে আমার আবেদন প্রত্যাহার করান। পরে পরিচ্ছন্নতা কর্মী পদে প্রধান শিক্ষকের ভাতিজার বৌ সীমা বেগমকে নিয়োগ দেন।
তিনি আরো জানান, প্রধান শিক্ষক পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের বয়স পরিবর্তন করান। সরকারি বিধি মতে চাকরির বয়স সীমা ৩৫ হলেও প্রার্থীর পূর্বের এনআইডির বয়স ছিল ৩৭ বছর।
আমি প্রতিবাদ করলে প্রধান শিক্ষক আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ও বিদ্যালয় কার্য নির্বাহী কমিটির সভাপতি মোশারফ মোল্যার সাথে কথা কলতে গেলে তারা নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের সাথে কোনো কথা বলবেন না বলে জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামশেদ বলেন, আমার জানা মতে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। তবে তদন্ত করে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়