বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের এক আবাসিক ছাত্রকে রুমে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
মুকুল আহমেদ নামে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওই ছাত্রকে মারধর করেছেন একই বিভাগের সিনিয়ররা। এ ঘটনায় ওই ছাত্রের একটি হাত ভেঙে যায়।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১৮ নম্বর রুমে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তাকে শুক্রবার সকালে সহপাঠীরা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করান।
শিক্ষার্থীরা জানান, এ ঘটনায় অভিযুক্ত তানজিদ মঞ্জু ও সিহাব উদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘আমি জেনেছি যে বঙ্গবন্ধু হলের এক ছাত্রকে মারধর করা হয়েছে। ঘটনার সত্যতাও পাওয়া গেছে। ওই ছাত্রকে দেখতে প্রভোস্ট হাসপাতালেও গিয়েছিলেন।’
হাসপাতালে চিকিৎসাধীন মুকুলের ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো বার্তাকে কেন্দ্রকরে ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের তাঞ্জিদ মঞ্জু ও সিহাব উদ্দিন তাকে বঙ্গবন্ধু হলের ৪০১৮ নং কক্ষে ডেকে নেন। সেখানে ভোর রাত পর্যন্ত আটকে রেখে নির্যাতন করেন। পাইপ দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে দিয়েছেন। সকালে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে গিয়ে কথা হয় চিকিৎসাধীন মুকুলের সঙ্গে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এসেছি বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে, কিন্তু এখন পঙ্গু হতে চলেছি। অথচ আমার পাশে কেউ নেই। কী জবাব দেব পরিবারকে?’
সিহাব উদ্দিনের ব্যবহৃত ফোন নম্বরে কল করা হলে ওপাশ থেকে বলা হয়, ‘আমি সিহাব নই, ভুল নম্বরে কল এসেছে।’
মঞ্জুর ব্যবহৃত নম্বরে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, ‘ছাত্রকে মারধরের ঘটনা আমার জানা নেই। সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেছি। তাকে জানানো হয়েছে, তার হলে এ রকম কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়