ববি শিক্ষকের আপত্তিকর ভিডিও বানিয়ে হুমকির অভিযোগ

বরিশালঃ অ্যাপের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)-এর সহযোগী অধ্যাপক আব্দুল কাইউমের আপত্তিকর ভিডিও বানিয়ে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক গত ২৮ আগস্ট বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

সাধারণ ডায়েরিতে শিক্ষক কাইউম উল্লেখ করেছেন, একটি হোয়াসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কিছু স্ক্রিনশট ও অ্যাপের মাধ্যমে তৈরি ভিডিও পাঠিয়ে তাকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পর্যায়ক্রমে ফোন দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেছে।

এ ছাড়া ভুয়া ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা। এতে তিনি আতঙ্কিত বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়