বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সভা আজ ১৬ জুলাই তারিখ সকাল ১০ টায় ঢাকার খিলগাঁওস্থ হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় ।
সভায় সকল শিশু শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন কর্মঘন্টা প্রবর্তন সহ প্রাথমিক শিক্ষায় বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব সুব্রত রায়, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, ঢাকা মহানগরীর আহ্বায়ক এম. এ ছিদ্দিক মিয়া, সুবল চন্দ্র পাল, মো: শাখাওয়াত হোসেন, আব্দুল বাতেন জোমাদ্দার, নুরতাজ বেগম, রেহানা আফরোজ, তসলীমা আক্তার জাহান সভায় সর্ব সম্মতিক্রমে মো: সিদ্দিকুর রহমানকেসভাপতি, সুব্রত রায়কে সাধারণ সম্পাদক ও মো: শাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয় ।
একই সাথে জরুরী ভিত্তিতে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য এম. এ ছিদ্দিক মিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয় ।