বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে ভূট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যায় এক যুবক। এরপর অবুঝ শিশুকে শামীম নামের ওই যুবক জোরপূর্বক ধর্ষণ করে। সম্প্রতি বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত শামীম হোসেনকে আটকের পর এমনই তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাব বলছে, গ্রেফতারের পর শামীম হোসেন ধর্ষণের দায় স্বীকার করেছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানান।

গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া সারিয়াকান্দি এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে সারিয়াকান্দি এলাকার স্থানীয় প্রাইমারি স্কুলের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়।

উক্ত ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার বগুড়ার সারিয়াকান্দি থানায় শামিম হোছেনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনাটি নিয়ে শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। অত্যন্ত সুপরিকল্পিতভাবে গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে বারবার শামীম অবস্থান পরিবর্তন করলেও মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেনকে আটক করা হয়। আটক শামীম হোসেন বগুড়া পৌর হিন্দুকান্দি এলাকার আফজাল হোসেনের ছেলে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়