বগুড়াঃ বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে তিনি মাদ্রাসার দায়িত্ব থেকে অবমুক্ত হয়েছেন।
এর আগে গত ৫ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ সচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যক্ষকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে প্রত্যাহারের কোন কারণ উল্লেখ না থাকলেও মাদ্রাসার একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সম্প্রতি বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ করে। সে বিষয়টি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে আসে। পরে গোপন তদন্তে শিবিরের কর্মকাণ্ডের সাথে অধ্যক্ষ মোখলেছুর রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। একারণেই তাকে অধ্যক্ষ পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়।
বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোখলেছুর বলেন, কি কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানি না। মাদ্রাসায় ছাত্র শিবিরের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, শিবিরের ছেলেরা তো মাদ্রাসায় লেখাপড়া করে। বিভিন্ন অনুষ্ঠানে যারা এসেছেন তাদেরকে আমি চিনি না। একারণে বলতে পারছি না,তারা শিবিরের নেতা কি না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়