বখাটের উৎপাতে প্রাণ দিলো এসএসসি পরীক্ষার্থী লামিয়া

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লায় বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে লামিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। ঘটনা ১ মার্চের হলেও তিনদিন পর আজ শনিবার এলাকায় জানাজানি হয়েছে।

নিহত লামিয়া কানাইনগর এলাকার আ. রহিমের একমাত্র মেয়ে। স্থানীয় কানাইনগর সোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

১ মার্চ (বুধবার) দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে দুই বখাটের নাম উল্লেখ করে পুলিশ মামলা গ্রহণ করেছে।

অভিযুক্তরা হলেন মাহিন ওরফে মোহন ও আল-আমিন।

ঘটনার ৩ দিন পর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ লামিয়ার বাড়ি পরিদর্শন করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেয়।

লামিয়ার বাবা আ. রহিম জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার পিয়ার আলীর বখাটে ছেলে মাহিন ওরফে মোহন তার সহযোগী আল-আমিনসহ চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে স্কুলে আসা যাওয়ার পথে লামিয়াকে কুপ্রস্তাব ও শারীরিক নির্যাতন করে আসছিল। ১ মার্চ দুপুরে স্কুল থেকে ফেরার পথে লামিয়াকে কুপ্রস্তাব দিয়ে শারীরিক নির্যাতনের চেষ্টা করে মোহন।

তিনি বলেন, এদিন তাদের প্রতিহত করে দৌড়ে লামিয়া বাসায় চলে এলেও বখাটে মোহন দলবল নিয়ে বাসায় চলে আসে। মায়ের সামনেই লামিয়াকে অশ্লীল কথা বলে ডাকতে থাকে মোহন। বখাটে মোহনের উৎপাতে লামিয়া ও তারা চিন্তিত হয়ে পড়েন। বিকেলে তিনি বাসা থেকে বাইরে বের হন। তার মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় লামিয়া আত্মহত্যা করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, এই ঘটনাটি খুবই দুঃখজনক। দ্রুত পুলিশি সেবা পেতে সরকার ৯৯৯ চালু করেছে। যেকোনো স্থানে বিপদে পড়ে মোবাইলে অথবা টেলিফোনে ৯৯৯ উঠিয়ে ফোন করে সমস্যা জানিয়ে সহযোগিতা পাবে যে কেউ। তারা সহযোগিতা চাইতে পারতো। এই ঘটনায় মামলা হয়েছে। বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়