ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ যশোরের নিজ বাড়ি থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। নিজের ফেসবুকে আত্মহত্যা নিয়ে একাধিক পোস্টও দেন ওই শিক্ষার্থী।

শাবির গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মিনহাজুল শাবির গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বলেন, ‘মিনহাজ আবেদীন আমাদের বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তার মা আজ সকালে ফোন দিয়ে আমাদের বিষয়টি জানিয়েছেন।’

তবে কী কারণে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি উল্লেখ করে সাইদুর রহমান বলেন, ‘আমরা শুনেছি সে আগেও কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছিল।’

এদিকে, মৃত্যুর আগে বুধবার রাতে মিনহাজুল তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখা- ‘Famous Formula seeking public attention…Lol!’

এর পাঁচ দিন আগে মিনহাজুল ফেসবুক আইডিতে আত্মহত্যা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তাতে লিখেন- ‘কেউ কি মৃ#ত্যুর আগে স্নান করে? অন্যান্য দিনের মতন সাবধানে চুল আঁচড়ায় কেউ? কাজের ব্যাপারে মিটিং করে? প্রিয়তমাকে যত্ন করে চিঠি লিখে? আলমিরা থেকে পছন্দের পাঞ্জাবিটা বের করে পরে? আত্মহ₹ত্যা করবে জেনেও কেউ কি হাসি মুখে বাড়ি ফিরে?’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মিনহাজুল আবেদীন যশোরের মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন রোবোআড্ডার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩